বিদ্যুতে চাষিদের বকেয়া ৩০ লাখ মকুব হলো দুয়ারে সরকারে, জেনেনিন মূল প্রেক্ষাপট
কেতুগ্রামের ৯০ জন চাষির দীর্ঘদিনের বিদ্যুৎ বিল জটিলতা কেটে গেল দুয়ারে সরকার শিবিরে। রাজ্য সরকারের নির্দেশে ২৪ লাখ টাকার বিল মকুব করা হয়েছে। বাকি টাকা জমা দিয়ে চাষিরা হাঁফ ছেড়েছেন।
৪০ বছর আগে কেতুগ্রামে সাব-মার্সিবল পাম্প বসানো হয়েছিল কৃষির জন্য। ভাণ্ডারগড়িয়া, কুলাই, গণকুল, বাকলসা প্রভৃতি গ্রামের প্রায় ৯০ জন কৃষক ২৫০ বিঘা জমিতে সেচ করতেন এই সাব-মার্সিবল থেকে। কিন্তু অজয়ের বন্যায় জমি চাষের অযোগ্য হয়ে পড়ে। চাষ বন্ধ হয়ে যায়।
চাষ বন্ধ হলেও, সাব-মার্সিবলের বিদ্যুৎ সংযোগ কাটা হয়নি। ন্যূনতম বিদ্যুৎ বিল আসতেই থাকে। সেই বিলের টাকা জমতে জমতে দাঁড়ায় ১১ লাখে। তার উপর সুদ যোগ করে বিল হয় প্রায় ৩০ লাখ টাকা। চাষিদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায় বিল মেটানো।
দুয়ারে সরকার শিবিরে আবেদন জানালে রাজ্য সরকারের নির্দেশে ২৪ লাখ টাকার বিল মকুব করা হয়। বাকি টাকা জমা দিয়ে চাষিরা হাঁফ ছেড়েছেন।