নিউজ

বাংলাদেশের ইলিশ এলো বাংলায়, দাম মধ্যবিত্তের সাধ্যের বাইরে! জেনেনিন কত?

পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য সুখবর। দুর্গাপূজার আগেই কলকাতায় পৌঁছাল ৭০ টন ইলিশ। বাংলাদেশ থেকে ১২টি গাড়িতে করে এসব ইলিশ এসেছে হাওড়ার সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার হাওড়া ফিস মার্কেটে।

কলকাতা ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আনোয়ার মাকসুদ জানান, প্রথম দিনে বাংলাদেশ থেকে আসা ইলিশের দাম একটু বেশি থাকবে। তবে পরবর্তী সময়ে তা কমে আসবে।

পাইকারি বাজারে ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হয়েছে ১,০০০ থেকে ১,২০০ টাকাতে । আর একটু বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে ১,৫০০ থেকে ১,৮০০ টাকাতে।

ইলিশের এই নতুন চালান পশ্চিমবঙ্গের ভোজন রসিকদের জন্য এক বড় সুখবর। দুর্গাপূজার আগেই তারা পছন্দের মাছটি কিনতে পারবেন।

বাংলাদেশ থেকে ১২টি গাড়িতে করে ৭০ মেট্রিক টন ইলিশ আসে হাওড়ার সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার হাওড়া ফিস মার্কেটে। এদিন সকালে এ বাজার থেকেই খুচরা মাছ ব্যবসায়ীদের হাত ধরে পৌঁছে গেছে পশ্চিমবঙ্গের ভোজন রসিক বাঙালিদের কাছে।

Back to top button