নিউজ

“পুলিশ রেট ঠিক করে দিচ্ছে?” নকল চালানের ছবি দেখে তাজ্জব বিচারপতি! দিলেন তদন্তের নির্দেশ

পশ্চিমবঙ্গের ডালখোলায় পাথর বোঝাই ট্রাক থেকে তোলা তোলার অভিযোগে পুলিশের বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট।

সোমবার বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশে এই তদন্তের নির্দেশ দেওয়া হয়। বিচারপতি বলেন, “পুলিশ রেট ঠিক করে দিচ্ছে কত টাকা দিতে হবে! ভিডিও ফুটেজ দেখে এটা স্পষ্ট, এটা অতি গুরুতর অভিযোগ। এর ফরেন্সিক পরীক্ষা করতে হবে। ঘটনার গুরুত্ব বুঝে এই মামলা সিআইডি-কে তদন্তের দায়িত্ব দেওয়া হল।”

মামলাকারীর তরফে বলা হয়, “ডালখোলা, বর্ধমান ও কালনা থানায় পাথর বোঝাই ট্রাক থেকে টাকা তোলার অভিযোগ রয়েছে। প্রতিটি থানায় ট্রাকপ্রতি সাড়ে ৪ হাজার টাকা চাওয়া হয়।” বিচারপতি বলেন, “সরকার ওই অফিসারের নাম দেবে। আমি দিচ্ছি না। রেকর্ডিং থেকে সব দেখা গিয়েছে, শোনাও গিয়েছে।”

জানা গিয়েছে, ডালখোলা থানায় চেকিংয়ের সময় পাথর বোঝাই দুটি ট্রাক আটকে দেওয়া হয়। ট্রাকচালকদের কাছ থেকে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ উঠে। দুটি ট্রাক টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের আটকে রাখা হয়। পরে তাদের চালান দেওয়া হয়। কিন্তু সেই চালান জাল বলে অভিযোগ।

এছাড়াও, খড়দা থানার দুই পুলিশ কর্মীকে ঘুষ নেওয়ার অভিযোগে গত বছর সাসপেন্ড করা হয়।

মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ নভেম্বর। সেই শুনানিতেই রেকর্ডিং সম্পর্কে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে।

Back to top button