কলসেন্টার থেকে মোটা টাকা আয়, রেস কোর্সে ৩৫টি ঘোড়া! কুণালের কারবারে অবাক ED
কলসেন্টার প্রতারণা মামলায় অভিযুক্ত কুণাল গুপ্তের বিরুদ্ধে আদালতে অসহযোগিতার অভিযোগ তুলেছে ইডি। শুক্রবার দশ দিনের হেফাজত শেষে কুণালকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়।
ইডি-র আইনজীবীরা দাবি করেন, কুণাল গুপ্তের বিরুদ্ধে ইউএসএ এবং ইউকে-তেও প্রতারণার মামলা রয়েছে। এ রাজ্যেও তাঁর বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ রয়েছে। কিন্তু জিজ্ঞাসাবাদের সময়ে তিনি কোনও সহযোগিতা করছেন না।
এরই পাশাপাশি, কুণাল গুপ্তের ৩৫টি ঘোড়া রেস কোর্সে রয়েছে বলেও আদালতে তথ্য পেশ করেন তদন্তকারী অফিসারেরা।
ইডি মনে করছে, কলসেন্টারের আড়ালে আর্থিক দুর্নীতির নেপথ্যে আরও অনেকে জড়িত রয়েছে। তাঁদের বিষয়ে তথ্য পেতে কুণালকে জিজ্ঞাসাবাদ করা হলেও, তিনি চুপ করে রয়েছেন বলে দাবি তদন্তকারীদের।
মূলত বিদেশি নাগরিকদের টেক সাপোর্ট দেওয়ার নাম করে সল্টলেকে ভুয়ো কলসেন্টার ছিল কুণাল গুপ্তের। এই ঘটনায় বিধাননগর ইলেক্ট্রনিক কমপ্লেক্স থানায় মামলা রুজু হয়। প্রতারণার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে সিআইডি।
এর পর তদন্তে নামে ইডি-ও।
ইডির আইনজীবী আদালতে দাবি করেন, কলসেন্টারের মাধ্যমে কয়েকশো কোটি টাকার প্রতারণা করেছেন কুণাল গুপ্ত। মূলত ইউএসএ, ইউকে-র নাগরিকেরা প্রতারণার শিকার হয়েছেন। এ বিষয়ে আরও তথ্য পেতে কুণাল গুপ্তকে হেফাজতে নেওয়ার প্রয়োজন।
দু’পক্ষের বক্তব্য শুনে কুণাল গুপ্তকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত।