নিউজ

“এবার উদ্ধার হলো চিঠি”-যাদবপুর ছাত্র মৃত্যু মামলায় নতুন মোড়, পাওয়া গেলো নতুন নাম?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের বাংলা অনার্সের শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নতুন মোড়। কলকাতা পুলিশ ওই শিক্ষার্থীর একটি ডায়েরি খুঁজে পেয়েছে। সেই ডায়েরি থেকেই একটি চিঠি উদ্ধার হয়েছে। চিঠিটি বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টসকে উদ্দেশ্য করে লেখা।

চিঠিতে দাবি করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের রাগিং নিয়ে সিনিয়ররা তাঁকে হুমকি দিচ্ছে। সেই চিঠিতে রুদ্র নামে একজনের নামও উল্লেখ আছে। ইংরেজিতে লেখা এক পাতার সেই চিঠিতে তারিখ লেখা রয়েছে, ১০ অগাস্ট ২০২৩। অথচ ৯ অগাস্ট রাতে হস্টেলের তিন তলার বারান্দা থেকে পড়ে যান প্রথম বর্ষের ওই শিক্ষার্থী। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার হাসপাতালেই মারা যান তিনি। তা হলে চিঠিতে কেন ১০ তারিখের উল্লেখ আছে ? সেই প্রশ্ন ভাবাচ্ছে তদন্তকারীদের।

জানা গেছে, চিঠির মধ্যে বেশ কয়েকটি ডবল রাইটিং আছে। কেন এমন ডবল রাইটিং তা নিয়েও তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।

তদন্তকারীরা বিশ্বাস করেন যে চিঠিটি শিক্ষার্থীর নিজের লেখা। তবে, চিঠিতে উল্লেখিত রুদ্র নামের ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ রুদ্র নামের ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করছে।

ছাত্রমৃত্যু কাণ্ডে আরও তদন্ত চলছে।

Back to top button