নিউজ

‘আমরা স্বাধীনতা চাই না, সম্পূর্ণ স্বায়ত্তশাসন চাই।’-চীনের বিরুদ্ধে বিস্ফোরক দলাই লামা

হিমাচল প্রদেশের ধর্মশালায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবারও তিব্বত ইস্যুতে সুর চড়ালেন দলাই লামা। তিনি বলেন, “আমরা চিনের মধ্যে এই নির্দিষ্ট অংশে স্বায়ত্তশাসন চাই। এর ফলে সেখানকার অসংখ্য নাগরিককে আমরা সাহায্য করতে পারব। রাজনৈতিকভাবেও সাহায্যের হাত বাড়িয়ে দেব আমরা। কোনও ভাগাভাগি চাই না আমরা।”

দলাই লামার এই মন্তব্যকে চিন সরকারের প্রতি একটি বার্তা হিসেবে দেখা হচ্ছে। চিন সরকারের বিরুদ্ধে তিব্বতের নাগরিকদের উসকানির অভিযোগ রয়েছে দলাই লামার বিরুদ্ধে। জিনপিং প্রশাসনের এই অভিযোগ নিয়েই সাংবাদিকদের সামনে হাস্যরসে মোড়া, স্বভাবসিদ্ধা ভঙ্গিতে জবাব বৌদ্ধ গুরুর। তিনি বলেন, “এমনটা চাইছি যাতে আমি ওই অংশের চিনা নাগরিকদের ব্রেনওয়াশ করতে পারি।”

দলাই লামা ভারতে থাকতেই বেশি পছন্দ করেন। তিনি যে চিনে ফিরবেন না, তা স্পষ্ট করে দেন আগেই। হিমাচল প্রদেশের কাংরা জওহরলাল নেহেরুর পছন্দের স্থান। এটাই তাঁর স্থায়ী ঠিকানা বলে জানান তিনি। ভারতেই তাঁর মৃত্যু হোক, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে তিনি এমন ইচ্ছাপ্রকাশও করেছিলেন দলাই লামা।

Back to top button