অর্থনীতিনিউজ

পোস্ট অফিস নিয়ে এলো নতুন স্কিম, ৫ বছরে হাতে পাবেন ১৪ লক্ষ টাকা

আপনার আর্থিক বিনিয়োগের একটি বিস্বস্ত প্রতিষ্ঠান হলো ভারত সরকারের পোস্টঅফিস। আর এই পোস্ট অফিস সবার কথা মাথায় রেখেই নিয়ে আসে নতুন নতুন স্কিম। আর পোস্ট অফিস যে সবথেকে বিনিয়োগের সুরক্ষিত স্থান তা নিয়ে দ্বিমত নেই কারো। তাই পোস্ট অফিস মাঝে মাঝেই কমবয়োস থেকে শুরু করে সিনিয়র সিটিজেন সকলের জন্য নিয়ে আসে নতুন নতুন স্কিম। এবারেও পোস্ট অফিস নিয়ে এসেছে নতুন একটি স্কিম।

নতুন এই স্কিমটি সিনিয়র সিটিজেনদের জন্য। স্কিমটির নাম রাখা হয়েছে SCS স্কিম। যে স্কীমে বিনিয়োগকারীকে দেওয়া হবে ৭.৪ শতাংশ হারে সুদ। সেই সাথে আপনার বিনোয়োগ থাকবে সুরক্ষিত। সাথে থাকবে ভালো রিটার্ন পাওয়ার সুবিধাও।

নতুন এই স্কিমটি নিয়ে আসা হয়েছে চাকরি থেকে রিটায়ার হয়ে যাওয়া সিনিয়র সিটিজেনদের জন্য এমনকি যারা স্বেচ্ছায় অবসর নিয়েছেন তারা ও এই স্কীমে টাকা রাখতে পারবেন। এই স্কিমের সুবিধা নিয়ে গ্রাহকরা পেয়ে যেতে পারেন ৫ বছরে ১৪ লক্ষ টাকা।

নতুন এই স্কীমে সর্বনিম্ন ১০০০ টাকা রাখার সুবিধা আছে। তবে যদি কেউ এই স্কীমে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে তিনি ৫ বছর পরে প্রায় ১৪ লক্ষ টাকা নিশ্চিত রিটার্ন পাবেন। নতুন এই স্কীমে আবেদনের জন্য যেসমস্ত প্রক্রিয়া আছে সেই সম্পর্কে আপনি নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। অথবা এই স্কিম সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে দেখে নিতে পারেন পোস্ট অফিসের ওয়েব পোর্টাল।

 

Back to top button