ভাইরাল ভিডিও

ঘরের ভিতর পোষা বাঁদরের সাথে মহানন্দে খেলছে খুদে বালক, মুহূর্তেই ভাইরাল ভিডিও

মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন।

টিভির পর্দা ছেড়ে মানুষের কাছে এখন আপন হয়ে উঠছে মোবাইলের পর্দা। আর মোবাইলের পর্দায় চোখ রেখে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাইরাল ভিডিও দেখে মানুষের দিন কাটে এখন দারুন ভাবে। কারণ সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনিই নতুন নতুন কিছু ভিডিও ভাইরাল হয়।

সম্প্রতি ভাইরাল হওয়া এক পোষ্য বাঁদরের অবাক করা কিছু দৃশ্যের সাক্ষী হল সাইবারবাসীরা। যেখানে দেখা গেছে একটি ছোট্ট দুরন্ত বাঁদরের সাথে খেলায় মত্ত হয়েছে, সেই বাড়ির ছোট এক সদস্য। বিছানায় বসে বাঁদর ছানাটির সাথে বাচ্চা ছেলেটি মহানন্দে খেলা করছিল। দেখে বোঝাই গেছে, বাচ্চা ছেলেটির যেমন বয়স ৪-৫ বছর, সেরকমই খুদে বাঁদরটিও তারই সমান।

মানুষের মতোই নানান কর্মকাণ্ড করে যাচ্ছিল ওই বাঁদর ছানাটি। এর সাথেই তালে তাল দিচ্ছিল ওই ছোট্ট বালকটি। এর পাশাপাশি বাঁদর ছানাটিকে দেখা গেছে, হুবহু মানুষের মতনই জামা প্যান্ট পরে থাকতে।

Back to top button