অবিকল মানুষের মতোই মালকিনের সাথে গল্প করছে টিয়া, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

টিভির পর্দা ছেড়ে মানুষের কাছে এখন আপন হয়ে উঠছে মোবাইলের পর্দা। আর মোবাইলের পর্দায় চোখ রেখে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাইরাল ভিডিও দেখে মানুষের দিন কাটে এখন দারুন ভাবে। কারণ সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনিই নতুন নতুন কিছু ভিডিও ভাইরাল হয়। ছোট -থেকে বড় সকলেই তাদের প্রতিভা প্রদর্শন করছেন এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই।
মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন। তবে সোশ্যাল মিডিয়ার পাতায় পশু থেকে শুরু করে পাখিদের বিভিন্ন ভিডিও বেশ জনপ্রিয়তা পায়।
ভাইরাল হওয়া পাখিদের মধ্যে অন্যতম হলো কথা বলা পাখি; যেমন টিয়া, ময়না, কাকাতুয়া প্রভৃতি সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, কিউই নামে একটি টিয়া তার মালকিনের সাথে অনবরত ইংরেজি ভাষায় কথা বলে যাচ্ছে। এমন কি তার মালকিনের ঠোঁটে এসে চুমুও খাচ্ছে। বেশ অনেকগুলি ইংরেজি শব্দ তাকে বলতে শোনা গেছে স্পষ্ট ভাবে। সকলেই এই টিয়ার এমন প্রতিভা দেখে রীতিমতো চমকিত হয়েছে।
‘UNILAND’ নামের একটি ফেসবুক পেজ থেকে মালকিন ও টিয়ার এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। নানান মন্তব্যে ভরে উঠেছে ভিডিওর কমেন্ট বক্স।