ঠিক যেন মানুষের মত করেই বাচ্চাকে স্নান করাচ্ছে মা বাঁদর! তুমুল ভাইরাল ভিডিও
বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রোজ কতকিছুই না ঘটে যাচ্ছে। প্রতিদিনই কতকিছুই না ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি বহু প্রতিভা উঠে আসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। হাতে একটা মুঠোফোন থাকলেই দুনিয়া যেন হাতের মুঠোয় চলে আসে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একটি মা বাঁদর তার বাচ্চাকে স্নান করিয়ে দিচ্ছেন। মায়ের কাছে সন্তান ঈশ্বরের দান। ছোট থেকে তাকে যেকোনো ভাবেই হোক মা সামলে নেয়।
সম্প্রতি টুইটারে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক মা বাঁদর তার সন্তানকে স্নান করিয়ে দিচ্ছে। স্নান করানোর ধরন দেখলে ভাবতে পারেন নির্ঘাত মা বাঁদরটি অনেকদিন মানুষের সংস্পর্শে ছিল। একদম মানুষের কায়দায় স্নান করিয়ে দিচ্ছেন সেই বাঁদর। ভারতীয় বনবিভাগের আধিকারিক(আইএফএস অফিসার) সুশান্ত নন্দা এই ভিডিয়ো শেয়ার করেছেন তাঁর টুইটার হ্যান্ডেলে। বাচ্চাটি স্নান করার জন্য জলে নামতে চাইছিল না কিন্তু মা তাকে জোর করে স্নান করায়। অনুমান, জঙ্গলের মধ্যেই কোনও গর্ত জাতীয় এলাকায় জল জমে একটা ছোট জলাশয় তৈরি হয়েছে। সেখানেই বাচ্চাকে স্নান করাচ্ছিল ওই মা বাঁদরটি।
সোশ্যাল মিডিয়ার যুগে আমরা ঘরে বসে থেকে সবকিছু জানতে পারি সারটা বিশ্বের খবর ঘরে বসে থেকেই পাওয়া যায়। কখনো কারোর নাচ, গান, আবৃত্তি নানান রকমের প্রতিভা। আবার কখনো এই সমস্ত জীব জন্তুদের ঘটানো নানান রকম কাণ্ডকারখানা আগেকার দিনে এই সমস্ত জিনিস দেখার জন্য অপেক্ষা করতে হতো টেলিভিশনের পর্দায় ন্যাশনাল জিওগ্রাফি, এনিম্যাল প্ল্যানেট, ডিসকভারির উপর। বেশি কিছু নয় এখন হাতের কাছে একটা মোবাইল থাকলেই সমস্ত বিশ্ব মুঠোর মধ্যে চলে আসে। মুহূর্তে তুমুল ভাইরাল এই ভিডিওটি।
This is the way mother teaches their kid that no one else can take a bath for you… pic.twitter.com/bMko4N4hXk
— Susanta Nanda IFS (@susantananda3) July 27, 2021