মনের আনন্দে ছোট বাচ্চাদের মতো খেলায় মেতেছেন একদল গৃহবধূ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন।
টিভির পর্দা ছেড়ে মানুষের কাছে এখন আপন হয়ে উঠছে মোবাইলের পর্দা। আর মোবাইলের পর্দায় চোখ রেখে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাইরাল ভিডিও দেখে মানুষের দিন কাটে এখন দারুন ভাবে। কারণ সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনিই নতুন নতুন কিছু ভিডিও ভাইরাল হয়। ছোট -থেকে বড় সকলেই তাদের প্রতিভা প্রদর্শন করছেন এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই।
এবারের ভিডিওটি সবার থেকে আলাদা ও অন্যরকম। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গেছে কিছু মহিলাকে ছোটবেলার জনপ্রিয় খেলায় মেতে উঠতে। এত বয়সেও তাদের এই ছোটবেলার খেলা খেলতে দেখে সবাই চমকে গেছেন। দেখা যাচ্ছে সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়েছে জিলিপি। অন্যদিকে প্রতিযোগী সবার হাত বেঁধে দেওয়া হয়েছে। দৌড়ে এসে লাফিয়ে লাফিয়ে জিলিপি খেতে হবে। ছোটবেলার এমনই মজার খেলায় মেতে উঠেছেন সেই মহিলারা।
বয়স যে শুধুমাত্র একটা সংখ্যা, সেটি প্রমাণ করেছে তারা। স্বাভাবিকভাবেই প্রত্যেকেই এই ভিডিও দেখার পরে নিজেদের ছোটবেলার স্মৃতিতে ডুব দিয়েছে। ‘Chekov jojo’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। প্রচুর লাইক ও কমেন্ট এসেছে তাদের সকলের উদ্দেশ্যে। লিখেছেন -‘খুব সুন্দর একটা ভিডিও’। আবার কেউ লিখেছেন -‘আমার ছোটবেলার বন্ধুদের সাথে সেসব খেলার মুহূর্ত গুলো চোখের সামনে ভাসছে’।