ভাইরাল ভিডিও

‘নিম-তুলসী’ দিয়ে ‘আয়ুর্বেদিক মাস্ক’ বানিয়ে পড়লেন এক গেরুয়াধারী বৃদ্ধ, ভিডিও দেখে অবাক নেটিজেনরা

করোনা আমাদের সকলের জীবন যেন পাল্টে দিয়েছে। গত বছরের তুলনায় করোনা এবছরে আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে। মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলেছে। সারা ভারতবর্ষের মানুষের যেন নাজেহাল অবস্থা। সাধারণ মানুষ কাজ হারিয়ে পড়েছেন বিপাকে। করোনা যেভাবে সারা দেশকে গ্রাস করেছে যার ফলে মহিলাদের সাজগোজ একেবারে মাথায় ওঠার জোগাড়। নাকের উপরে উঠেছে মস্ত বড় একমাস তার যার ফলে নাকের সাজসজ্জা এবং লিপস্টিক পড়া প্রায় ভুলতে বসেছেন মহিলারা।

সোশ্যাল মিডিয়ার জামানায় কি না ভাইরাল হয়। বাড়িতে বসেই আমরা নানারকমের খবর পেয়ে যাই। পৃর্থিবীর যেকোনো প্রান্তের খবর চলে আসে হাতের মুঠোয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, উত্তর প্রদেশের সীতাপুরের একটি বাস ধরবেন বলে এক গেরুয়াধারী বৃদ্ধ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। যেখানে ওই বৃদ্ধির মুখে দেখা যাচ্ছে এক অদ্ভুদ মাস্ক। দড়ির জালে ঠেসে নিম পাতা ও তুলসী পাতা আটকানো। আর ওই নিম পাতার ফাক দিয়েই নিঃস্বাস নিচ্ছেন গেরুয়াধারী বৃদ্ধ। ওই বৃদ্ধির ভিডিও IPS অফিসার রুপিন শর্মা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, ‘এই মাস্ক করোনার মোকাবিলায় কতটা জরুরি তা জানা নেই। তবে এটা ঠিক যে প্রয়োজনীয় বহু আবিষ্কারের জননী।’

ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়। বন্যা বয়ে যায় লাইক কমেন্টের। ওই বৃদ্ধির মুখে এমন অদ্ভুদ মাস্ক দেখে জন অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।

Back to top button