ভাইরাল ভিডিও

দীপিকার স্টাইলে ‘বেশরম রং’ গানে উদ্দাম নাচ মহিলার, ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায়

মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন। আর সেই তালিকা থেকে বাদ নেই সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটি।

সাধারণভাবে একটা ধারণা আছে যে নৃত্যশিল্পীদের স্লিম বা রোগা হতেই হবে। এই ধারণাকে বদলে দিয়ে এক ভারী চেহারার নৃত্যশিল্পীর নাচের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। তনভি নামে ওই নৃত্যশিল্পী thechubbytwirler নামের একটি ইন্সটাগ্রাম একাউন্ট থেকে এই ভিডিও আপলোড করা করেছেন। শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত “পাঠান” ছবির “বেশরম রঙ” গানটি এখন নানা কারণে খুবই বিতর্কিত হয়ে রয়েছে। সেই গানের সঙ্গে দীপিকা যেভাবে সেজেছিলেন সেইরকম সেজেই তনভি এই ভিডিও শ্যুট করেছেন। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায় একটা দারুণ সুন্দর বিচে তনভি নাচছেন।

সম্প্রতি দীপিকা এই গানের প্রসঙ্গে বলেন “বেশরম হও। যেটা তোমার করতে ভালো লাগে, যে পোশাক পরতে ইচ্ছে করে, সেটা পরা বা সেটা করা যদি কারো চোখে বেশরম হওয়া বলে মনে হয় তাতে কিচ্ছু চিন্তা করার দরকার নেই। আমরা ২০২৩ এ পা রাখতে চলেছি। দুনিয়াকে আমাদের সত্যি চেহারাটা দেখানোর সময় হয়ে গেছে”।

দীপিকার বলা এই কথাটাই তানভি ক্যাপশনে ব্যবহার করেছেন। অভিনেতা নকুল মেহতা তনভিকে এই রিল ভিডিও শেয়ার করার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Back to top button