ভাইরাল ভিডিও

করোনায় টিকাহীন মৃত, গবেষণায় এল চাঞ্চল্যকর তথ্য

গোটা বিশ্বের পাশাপাশি ভারত জুড়ে বেড়ে চলেছে করোনা (COVID-19) ভাইরাসের প্রকোপ। তবে মাঝেমধ্যে করোনা সংক্রমণের হার কম হলেও দেশে করোনার গ্রাফ এখন ঊর্ধ্বমুখী, পাশাপাশি মৃত্যু হচ্ছে বহু মানুষের। তবে এতকিছুর পরেও হুঁশ ফিরছে না সাধারণ মানুষের। বড় দিন, নতুন বছর ও পৌষ সংক্রান্তি আর মাঘ মেলার লাগাম ছাড়া আনন্দের পর সংক্রমণের হার সবচেয়ে বেশি। করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা যাচ্ছে একাধিক ব্যক্তিদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার ইতিমধ্যে জারি করেছে বিধিনিষেধ।

তবে বিধিনিষেধ জারি হলেও রাস্তায় দেখা যাচ্ছে মানুষ এখনো মাস্ক ছাড়াই বেড়িয়ে পড়ছেন বাইরে। একসাথে জটলা বেঁধে চলছে খোশ গল্প। বাজার হাটে দেখা যাচ্ছে প্রচন্ড ভীড়। যা করোনার ভীতিকে আরও বাড়িয়ে তুলতে সংক্রিয় ভূমিকা পালন করছে।

করোনা সংক্রমণের দিক থেকে ভারতে প্রথম থেকেই শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র। দেশের মোট করোনা সংক্রমণের অধিকাংশই এই রাজ্য থেকে। মহারাষ্ট্রের মেডিকেল এডুকেশন ও ড্রাগ ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী জানা গিয়েছে, দেশে গত ৪৮ দিনে মহারাষ্ট্রে যত সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে তার মধ্যে বেশিরভাগই টিকা নেননি।

Back to top button