ভাইরাল ভিডিও

অবিকল বাচ্চা শিশুর মত বোতল থেকে জল পান করছে কাঠবিড়ালি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন। আর সেই তালিকা থেকে বাদ নেই সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটি।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, একটি তৃষ্ণার্ত কাঠ বেড়ালি এক ব্যক্তির সামনে এসে বারংবার দুটি হাত জোড় করছে। প্রথম অবস্থায় সেই ব্যক্তি আঁচ করতে পারেনি। দ্বিতীয় অবস্থায় ঠিক আবারো একই রকম করলে পাশের থেকে তাকে বলে সে জল পান করার জন্যই হয়তো হাত দুটি জোড় করছে। মানবিক সেই ব্যক্তির হাতে থাকা জলের বোতলটি সাথে সাথেই কাঠবেড়ালির মুখে ধরে।

বোতলে থাকা সম্পূর্ণ জলটি সে পান করে বেশ কিছু সময় নিয়ে। সেই ব্যক্তি কিন্তু নিজে হাতে পুরো জল পান করিয়ে দিয়েছেন। কাঠবেড়ালির মুখে লাগিয়ে সেই বোতল থেকে ধীরে ধীরে জল পান করিয়ে দিচ্ছেন তিনি। একেবারে হুবহু ছোট্ট শিশুর মতন বোতল থেকে জলপান করাতে কিন্তু দেখা গেছে।

বেশিরভাগ মানুষ সেই অচেনা ব্যক্তির মনুষ্যত্বের প্রশংসা করেছেন। অনেকেই লিখেছেন এমন দৃশ্য চট করে দেখা যায় না। তাই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আপলোড হতেই ঝড়ের বেগে ভাইরাল হয়ে গিয়েছে।

Back to top button