রান্নাঘরে ঘাপটি মেরে বসে ছিল বিষধর কোবরা, ভাইরাল ভিডিও দেখে হাড়হিম নেটজনতার

মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন।
তবে সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ভাইরাল হয়ে ওঠে বিভিন্ন সাপের ভিডিও। সেই কারণেই সাপের ভিডিও দেখতে চাইতেন না কেউ তবে সময়ের সাথেই এখন অনেকটাই অভ্যস্ত হয়ে গেছেন সকলে। সম্প্রতি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক বাড়ির রান্না ঘরে মনোক্লোয়েড কোবরা ঢুকে গেছে। উদ্ধারকারী মির্জা মহম্মদ আরিফ ঘরে ঢুকে দেখেন হাঁড়ি-কড়াইয়ের পিছনে আবার কখনও গ্যাস সিলিন্ডারের পিছনেও দেখা যাচ্ছে সেই সাপটিকে।
তবুও সে খুব সাবধানের সাথে সাপটিকে ধরে ফেলেন। সাপটি কিন্তু দেওয়ালে ওঠার খুবই চেষ্টা চালাচ্ছিলো। শেষে যদিও ব্যাগের মধ্যে পুড়ে সে সাপটিকে নিয়ে যায়। ‘Mirza MD Arif’ নামের তার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।
এখনও পর্যন্ত ২৭ হাজারের বেশি মানুষ দেখে নিয়েছেন এই ভিডিও। তার সাথেই প্রচুর লাইক ও কমেন্ট এসেছে আরিফের উদ্দেশ্যে। সবাই তার এমন সাহসীকতার দুর্দান্ত প্রশংসা করেছেন।