ভাইরাল ভিডিও

অবাক কান্ড! ভয়ডর হীন ভাবে বিশালাকার সাপের ভিড়ে বসে রয়েছেন এক ব্যক্তি, ভাইরাল ভিডিও দেখে হাড়হিম নেটবাসীর

টিভির পর্দা ছেড়ে মানুষের কাছে এখন আপন হয়ে উঠছে মোবাইলের পর্দা। আর মোবাইলের পর্দায় চোখ রেখে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাইরাল ভিডিও দেখে মানুষের দিন কাটে এখন দারুন ভাবে। কারণ সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনিই নতুন নতুন কিছু ভিডিও ভাইরাল হয়। ছোট -থেকে বড় সকলেই তাদের প্রতিভা প্রদর্শন করছেন এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই।

মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন। তবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হওয়া ভিডিওগুলির মধ্যে সাপের ভিডিও হল অন্যতম। সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ভাইরাল হয়ে ওঠে বিভিন্ন সাপের ভিডিও।

সেই কারণেই সাপের ভিডিও দেখতে চাইতেন না কেউ তবে সময়ের সাথেই এখন অনেকটাই অভ্যস্ত হয়ে গেছেন সকলে। বিশ্বের একটি ভয়ংকর প্রজাতির প্রাণীদের মধ্যে সাপ হল অন্যতম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় এক ব্যক্তির কর্মকাণ্ড অবাক করে তুলল সকলকে। যেখানে সাপ জাতীয় ভয়ংকর প্রাণীদের দেখে সকলে দূরত্ব বজায় রেখে চলে, সেখানে এই ব্যক্তি এমন জিনিস করে বসলেন যা অবাক করে তুলেছে নেটবাসীকে।

ভিডিওটিতে দেখা গেছে, ওই ব্যক্তিটি ইংরেজিতে বেশ কিছু কথা বলছে এবং এক জায়গায় বসে রয়েছে। তবে আসল টুইস্ট সেই জায়গাটিতেই! সাপের গদিতে বসে আছে সে, তার আশপাশ দিয়ে চলেছে সব বিশাল আকৃতির বড় বড় পাইথন। কোনোটি হলুদ, কোনটি বাদামী রঙের। তবে ওই ব্যক্তির ক্ষতি কেউই করছে না।

হয়তো সাপগুলি পোষ্য, তবুও তাকে সতর্কতা অবলম্বনের জন্য সকলেই জানিয়েছে। ওই ব্যক্তিটি ক্যাপশনের মাধ্যমে জানিয়েছে, তার জীবনযাত্রার সাথে অন্য কারো জীবনযাত্রার মিল নেই।

Back to top button