ভাইরাল ভিডিও

দোল উপলক্ষে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায়

টিভির পর্দা ছেড়ে মানুষের কাছে এখন আপন হয়ে উঠছে মোবাইলের পর্দা। আর মোবাইলের পর্দায় চোখ রেখে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাইরাল ভিডিও দেখে মানুষের দিন কাটে এখন দারুন ভাবে। কারণ সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনিই নতুন নতুন কিছু ভিডিও ভাইরাল হয়। ছোট -থেকে বড় সকলেই তাদের প্রতিভা প্রদর্শন করছেন এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই।

মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন। আর সেই তালিকা থেকে বাদ নেই সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটি।

বলিউড থেকে টলিউড বিভিন্ন সেলেব্রিটির ভিডিও ভাইরাল হয় বিভিন্ন সময়। সেলেব্রিটিদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের দুর্দান্ত নাচ ও গানের মাধ্যমে মাঝে মাঝেই ভাইরাল হয়ে যান সোশ্যাল মিডিয়ায়। আবার ঝুমা বৌদির মতো একাধিক সেলিব্রিটিরা আছেন তারা তাদের বিভিন্ন হট ফটো শুটের মাধ্যমে কেড়ে নেন পুরুষের হৃদয়। তাদের হট ছবি যেন মুহূর্তেই ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি সোনামিকা নামের এক সুন্দরী যুবতীর অসাধারণ নাচ ভাইরাল হয়ে উঠেছে মুহূর্তের মধ্যেই। দোল যাত্রার জন্যই এই বিশেষ ভিডিও তৈরী হয়েছে।

এই সময়ে এমন সুন্দর একটি নৃত্য কিন্তু সবার খুবই ভালো লেগেছে। নাচের শুরুতেই খোলা ছাদের মধ্যে আকাশের নিচে সুন্দর নৃত্য শুরু করল সোনামিকা। পরনে তার কমলা রঙের শাড়ি ও মানানসয়ী ব্লাউজ। নাচের সাথেই তার সাজ যেন ব্যাপকভাবে ফুটে উঠেছে। বিখ্যাত ‘একান্ত আপন’ সিনেমার ‘খেলবো হোলি রং দেবোনা’ গানে নাচ করেছে সোনামিকা। এখনও পর্যন্ত ৫৮ হাজারের কাছাকাছি ভিউজ ছাড়িয়ে গেছে। লাইক ও কমেন্ট এসেছে প্রচুর তার উদ্দেশ্যে।

Back to top button