নিউজআন্তর্জাতিক

১৭ বছর বয়সেই মোবাইল অ্যাপ্ বানিয়ে ‘মিনি নোবেল’ জিতলেন বাঙালি এই ছেলে

বর্তমানে চলছে ইন্টারনেটের যুগ। আর এই ইন্টারনেটের যুগে যেমন বেড়েছে অনেক সুবিধা সেরকমই বেড়েছে বিভিন্ন সাইবার বুলিং -এর মতো ঘটনা। আর এই সাইবার বুলিং সম্পর্কে শিক্ষিত করে তোলার বিষয়ে কাজ করে বাংলাদেশের এক কিশোর পেয়েছে আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কার যা ‘মিনি নোবেল’ বলেও পরিচিত।

১৭ বছর বয়সী এই কিশোর তরুণ সাদাত রহমান একটি মোবাইল এপ্লিকেশন তৈরী করেছেন যার মাধ্যমে বিভিন্ন সাইবার বুলিং অর্থাৎ অনালাইনে হুমকি ও হয়রানি মূলক আচরণ সম্পর্কে তরুণদের শিক্ষিত করে তোলা হয়। এই কিশোর বাংলাদেশের ১৫ বছরের এক তরুণীর সাইবার বুলিংয়ের ফলে আত্মহত্যার পর এই এপ্লিকেশন বানানোর উদ্যোগ নেন। আর সেই ঘটনা তার এই এপ্লিকেশন বানানোর ক্ষেত্রে অনুপ্রেরণা হয়ে ওঠে।

বাংলাদেশের তরুণ বয়সীরা ওই এপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন অনলাইন হয়রানির অভিযোগ জানাতে পারেন। নোবেল বিজয়ী মালা ইউসিয়াফ সাদাতের হাতে এই ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরুস্কার’ তুলে দিয়ে সাদাত কে তরুণদের জন্য ‘অনুপ্রেরণা’ হিসেবে আখ্যা দিয়েছেন।

মালালা সাদাত রহমান সম্পর্কে বলেন “সাদাত একজন সত্যিকারের চেইঞ্জমেকার। তিনি সারা বিশ্বের তরুণ-তরুণীদের সাইবার বুলিং বন্ধ করার আহ্বান জানিয়েছেন এবং আশেপাশের যেসব মানুষ মানসিক নির্যাতন ও আবেগের সমস্যায় ভুগছেন তাদের সহায়তা করার আহ্বান জানিয়েছেন,”আন্তর্জাতিক শিশু শান্তি পুরুষ্কার এমন একটি পুরুস্কার যা শিশুদের বিভিন্ন অধিকার ও তরুণদের কাজের স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয়।

Back to top button