নিউজআন্তর্জাতিক

সিনেমার পর্দায় নয়, বাস্তব জীবনেই এক দিনের জন্য প্রধানমন্ত্রী হলো ১৬ বছরের এই মেয়ে

এর আগে সিনেমার পর্দায় হয়তো আপনি একদিনের জন্য মুখ্যমন্ত্রী হতে দেখেছেন নায়ক সিনেমার অনিল কাপুর কে। তবে এবার সিনেমার পর্দায় নয় বাস্তব জীবনে এক দিনের জন্য প্রধানমন্ত্রী হয়ে দেখালেন ১৬ বছরের এক কন্যা। হ্যা আপনি ঠিকই শুনছেন ! ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন ২৪ ঘন্টার জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব প্রদান করলেন ১৬ বছরের এক কন্যা আভা মূর্ত কে।

আর একদিনের প্রধানমন্ত্রী হতে পেরে ষোড়শী ওই কন্যা যতটা না খুশি হয়েছেন তার থেকেও তিনি বেশি খুশি হয়েছেন প্রধানমন্ত্রীর আসনের দায়িত্ব ও অভিজ্ঞতা সঞ্চয় করে। তবে এই ষোড়শী কন্যা এমনিতেই এই প্রধানমন্ত্রীর আসনে বসতে পারেননি তাকে দিতে হয়েছে একটি প্রতিযোগিতা মূলক পরীক্ষা।

গত ৪ বছর ধরে ফিনল্যান্ডে কিশোরী তরুণীদের জন্য আয়োজন করা হয় একটি প্রতিযোগিতার সেখানে কিশোরীদের দিতে হয় তাদের শিক্ষা -বুদ্ধি ও বিবেচনার পরীক্ষা। আর সেই পরীক্ষায় যে মেধাবী কিশোরী উত্তীর্ণ হতে পারেন তাকেই দেওয়া হয় একদিনের জন্য প্রধানমন্ত্রীর পদ।

আর আভা মূর্তিকে বেছে নেওয়া হয়েছে তার মেধা ও বুদ্ধির পরিচয় ছাড়াও তিনি পরিচিত একজন পরিবেশকর্মী হিসেবে। আর সেখানেই তিনি এগিয়ে যান বাকিদের থেকে। আর অভিজ্ঞতা সঞ্চয় করে নেন দেশের প্রধানমন্ত্রী হওয়ার। মহিলাদের মনে শক্তি সঞ্চয় ও তাদের বাড়ির কাজ ছাড়াও শিক্ষা ও অন্য কাজে দক্ষতা বৃদ্ধির উৎসাহের জন্যই গত ৪ বছর ধরে ফিনল্যান্ডে আয়োজন করা হচ্ছে এই প্রতি যোগিতা।

Back to top button