রাজ্য

BigNews: ব্যবহার করা যাবেনা এই ২ টি ওষুধ, করোনা চিকিৎসা নিয়ে নতুন গাইডলাইন দিলো পশ্চিমবঙ্গ সরকার

রাজ্যে ফের বাড়ছে করোনা সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লকডাউন ঘোষণায় একমাত্র উপায় বলে মনে করছে বিশেষজ্ঞরা। তবে রাজ্যসরকার সম্পূর্ণ লকডাউনের পরিবর্তে সিদ্ধান্ত নিয়েছে আংশিক লকডাউনের ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে কিছু বিধিনিষেধ।

এবার করোনা চিকিৎসা নিয়ে নতুন গাইডলাইন দিলো পশ্চিমবঙ্গ সরকার। আজ মঙ্গলবার রাজ্যের স্বাস্থা দফতর থেকে জানানো হয়েছে মনোক্লোনাল এন্টিবডি ও মলিনুপীরাভির করোনা চিকিৎসার জন্য রাজ্যে আর ব্যবহার করা যাবেনা। আগে নিয়মিত ভাবে করোনা চিকিৎসার জন্য ব্যবহার করা হতো এই ওষুধগুলি।

এই ওষুধ গুলি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কারণ কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রকের গাইডলাইনে এই ওষুধগুলির উল্লেখ করা হয়নি। এতদিন ধরে এই দুটি ওষুধের উপাদান ব্যবহার করা হতো পশ্চিমবঙ্গে।

প্রসঙ্গত, দেশজুড়ে ফের বাড়ছে করোনা সংক্রমণ। আর এবার করণের নতুন ভেরিয়েন্ট ভয়ানকের তুলনায় সংক্রমক ক্ষমতা বেশি বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। আর এই সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন রাজ্যের সরকার নিচ্ছে বিভিন্ন রকমের পদক্ষেপ। ইতিমধ্যে রাজ্যসরকার সরকার সিনেমা হল সহ আরও বিশেষ কিছু ব্যবসা প্রতিষ্ঠান সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছে।

Back to top button