রাজনীতিরাজ্য

Municipal Election: পুরভোটের প্রচারে গিয়ে বাধার মুখে দিলীপ ঘোষ, তুললেন অভিযোগ

বিধাননগরের পর আবারও চন্দননগরে পুরভোটের প্রচার করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি এবং পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির সাবেক সভাপতি দিলীপ ঘোষ। প্রচারে গিয়ে দোন্দলপাড়া জুটমিলের শ্রমিক মহল্লায় মন কি বাত অনুষ্ঠানে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানেই তাঁকে বাধা দেয় চন্দননগর কমিশনারেটের পুলিশ।

আজ, রবিবার দোন্দলপাড়া জুটমিলের শ্রমিক মহল্লায় মন কি বাত অনুষ্ঠানের জন্য ব্যবস্তা করা হয় আর সেটা নিয়ে পুলিশ আধিকারিকরা দাবি করে জানান, নির্বাচন কমিশনের দেওয়া করোনা বিধি ভেঙে অনুষ্ঠান চালানো হচ্ছিলো। সেখানে ৫ জনের বেশি মানুষ উপস্থিত ছিল তাই সেই কারণে তারা বাধা দেন।

কিন্তু এই নিয়ে পাল্টা দাবি করে দিলীপ ঘোষ প্রশ্ন তোলেন , তারা এখানে কোনো রকম ভোটের প্রচার করছিলেন না তারা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠান দেখছিলেন। সে ক্ষেত্রে কেন তারা বাধা দেবে ? শাসক দল যদি কোনো অনুষ্ঠান করে সেখানে তো কোনো রকম বাধা থাকে না ?

Back to top button