রাজনীতিরাজ্য

BJP-র ভাঙ্গন খোদ শুভেন্দুর গড়ে, বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন ৫ নেতা

গত বছরের ১ লা জানুয়ারিতে বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরেই কাঁথির পুর কাউন্সিলর বোর্ডে যোগ দান করেন পুর কাউন্সিলর। এরপর কাঠির এক ময়দানে বিশাল জনসভায় বিজেপির পতাকা হাতে তুলে নেন কাউন্সিলর।

তবে একবছর একমাস পূরণ হতেই ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সহ পাঁচজন নেতা। মঙ্গলবারই তৃণমূলে যোগ দান করেছেন অতনু গিরি, সোনা বেরা। তারা জানিয়েছে যে বিজেপিতে থেকে তারা কোনও কাজের সুযোগ পায়নি। তাই তারা ফের যোগ দান করেছেন তৃণমূলে।

সম্প্রতি গঙ্গাসাগর কমিটি থেকে বাদ পড়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরধী দলের নেতা হিসেবে কমিটি সুযোগ পেয়েছিলেন তিনি। তবে সেই বিষয়ে ফের মামলা হওয়ায় পরবর্তী নির্দেশে শুভেন্দুকে সরিয়ে দেন বিচারপতি। আর সেই বিষয় নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপির এই দাপুটে নেতা।এছাড়া তিনি প্রায়ই রাজ্যের বিভিন্ন কাজের সমালোচনা করে চলেছেন প্রতিনিয়ত।

Back to top button