নিউজআন্তর্জাতিক

বিয়ে করলেই নবদম্পতিকে সরকার দেবে ৫ লক্ষ টাকা

বিয়ের পর নতুন সংসার গোছানো আর তার খরচের চিন্তা নিয়েই হিমশিম খায় মানুষ। আর সেই নবদম্পতিকে যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় সরকার তাহলে তা শাপে বড় হয়ে ওঠে।

সম্প্রতি জাপান সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এমনিই উদ্যোগ। জাপানের নতুন পরিকল্পনা অনুযায়ী নিয়ে আসা হয়েছে ‘newlywed support program’। এই প্রকল্পের আওতায় আগামী এপ্রিল থেকে নববিবাহিত দম্পতিদের আর্থিক সহায়তা বাবদ দেওয়া হবে ও লক্ষ ইয়েন যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫ লক্ষ টাকা।

এই প্রসঙ্গে জাপান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে জাপানে যেহেতু কমে গেছে জন্মহার ও মানুষ এখন খুব দেরিতে বিয়ে করছেন তাই দেশের যুবসম্প্রদায় কে বিয়েতে উৎসাহ দিতেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ।

তবে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত রাখা হয়েছে। যেমন এই আর্থিক সাহায্য নিতে হলে নবদম্পতির দুজনের বয়স হতে হবে ৪০ এর কম। আর দুজনের মিলিত উপার্জন হতে হবে ৪৩ লক্ষ টাকার উপরে।
এছাড়া দুজনের বয়স যদি ৩৫ বছরের নিচে হয় ও তাদের মিলিত উপার্জন যদি ৩৮ লক্ষ টাকা হয় তাহলে সরকার তাদের দেবে ৩ লক্ষ টাকা।

২০১৫ সালের এক সমীক্ষা অনুযায়ী দেখা গেছে জাপানের অবিবাহিত পুরুষদের সংখ্যা ২৯.১ শতাংশ যাদের বয়স ২৫ থেকে ৩৪ বছর। আর মেয়েদের সংখ্যা সেখানে ১৭.৮ শতাংশ। আর বিয়ে না করার কারণে দেশে কমে গেছে জন্মহার। যা সরকারকে দেশের ভবিষৎ নিয়ে ভাবিয়ে তুলেছে। গত এক বছরে জাপানে মাত্র ৮ লক্ষ ৬৫ হাজার শিশুর জন্ম হয়েছে যা জাপান সরকারের হিসেবে সবথেকে সর্বনিম্ন জন্ম হার।

Back to top button