পরম যত্নে খুদে বানরকে লালন পালন করছেন মহিলা, ভিডিও দেখে প্রশংসায় ভরালেন নেটিজেনরা

মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন।
বলিউড থেকে টলিউড বিভিন্ন সেলেব্রিটির ভিডিও ভাইরাল হয় বিভিন্ন সময়। সেলেব্রিটিদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের দুর্দান্ত নাচ ও গানের মাধ্যমে মাঝে মাঝেই ভাইরাল হয়ে যান সোশ্যাল মিডিয়ায়। আবার ঝুমা বৌদির মতো একাধিক সেলিব্রিটিরা আছেন তারা তাদের বিভিন্ন হট ফটো শুটের মাধ্যমে কেড়ে নেন পুরুষের হৃদয়। তাদের হট ছবি যেন মুহূর্তেই ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বাঁদরের মালকিন তাকে স্কুটার করে বাজার থেকে নিয়ে আসলো। সিটে নয় বরং সে মালকিনের কাঁধের মধ্যে বসে ছিল। ঘরে এসেছে তাকে টেবিলের উপরে বসিয়ে দেওয়া হলো। মহিলাটি তার বাঁদরের জন্য বিখ্যাত খাবারে ‘পোরিজ’ বানাতে দেখা গেল। তবে এই বানর ছানা যে এত ভালো খায় এই পোরিজ তা জানা ছিল না। দেওয়ার সাথে সাথেই খেতে থাকলো সে।
সুন্দর চামচ দিয়ে মহিলাটিও তাকে খাইয়ে দিতে দেখা গেছে। যেভাবে এই ছোট বাঁদরের খেয়াল রাখেন মহিলাটি তা সত্যি প্রশংসার জায়গা রাখে। ‘Moly Monkey’ নামের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটা আপলোড করা হয়েছে।