ঘরের ভিতর ‘নাটু নাটু’ গানে তুমুল নাচ দর্শনা বণিকের, মুহূর্তেই ভাইরাল ভিডিও

টিভির পর্দা ছেড়ে মানুষের কাছে এখন আপন হয়ে উঠছে মোবাইলের পর্দা। আর মোবাইলের পর্দায় চোখ রেখে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাইরাল ভিডিও দেখে মানুষের দিন কাটে এখন দারুন ভাবে। কারণ সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনিই নতুন নতুন কিছু ভিডিও ভাইরাল হয়। ছোট -থেকে বড় সকলেই তাদের প্রতিভা প্রদর্শন করছেন এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই।
মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন। আর সেই তালিকা থেকে বাদ নেই সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটি।
সম্প্রতি ‘নাটু নাটু’ গানে নাচতে দেখা গেল টলি অভিনেত্রী দর্শনা বণিককে। টলিউড জগতের পরিচিত মুখ তিনি। সেভাবে সিনেমার পর্দায় না দেখা গেলেও কোনো ইভেন্ট বলুন বা ইন্সট্রাগ্রাম ভিডিও এই দুই জায়গায় হামেশাই তার দেখা মেলে। ঘরের মধ্যেই তাকে ‘নাটু নাটু’ গানে নাচতে দেখা যাচ্ছে। তার পরণে রয়েছে সাদা স্কার্ট, ডিপ নেক টপ ও পায়ে সাদা রঙের হান্টার সু।
ভিডিও শেয়ার করে দর্শনা ‛নাটু নাটু’-র টিমকে অভিনন্দন জানিয়েছেন। এমনকি আরও লিখেছেন যে, ‛গর্বিত ভারত’। সঙ্গে একটি নীল রঙের হার্টের ইমোজিও দিয়েছেন।