ভাইরাল ভিডিও

যুবকের থেকে বোতল ছাড়িয়ে ঢক ঢক করে ‘জুস’ খাচ্ছে বানর, মুহূর্তেই ভাইরাল ভিডিও

মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন। আর সেই তালিকা থেকে বাদ নেই সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটি।

বলিউড থেকে টলিউড বিভিন্ন সেলেব্রিটির ভিডিও ভাইরাল হয় বিভিন্ন সময়। সেলেব্রিটিদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের দুর্দান্ত নাচ ও গানের মাধ্যমে মাঝে মাঝেই ভাইরাল হয়ে যান সোশ্যাল মিডিয়ায়। আবার ঝুমা বৌদির মতো একাধিক সেলিব্রিটিরা আছেন তারা তাদের বিভিন্ন হট ফটো শুটের মাধ্যমে কেড়ে নেন পুরুষের হৃদয়। তাদের হট ছবি যেন মুহূর্তেই ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তির হাত পা ধরে কান্নাকাটি জুড়ে দিয়েছে একটি বাঁদর। তবে কোনো খাবারের জন্য না বরং হাতে থাকা তার একটি ‘Slice’ এর বোতলের জন্য। কার্যত সেই ব্যক্তি যতই হাঁটার চেষ্টা করেছে বাঁদরটি আরও জোরে জোরে প্যান্ট ধরে টানতে থাকে। আশেপাশের লোকজন এই কান্ড দেখে চমকে গেছেন। ভিডিওর শেষে যদিও সেই ব্যক্তি হাতের বোতলটি সেই বাঁদরকে দিয়ে দিয়েছেন সাথে সাথেই সেই বোতল থেকে আমের জুস্ পান করতে থাকে বাঁদর।

কিন্তু ভিডিও দেখে কার্যত খুবই ক্ষেপে উঠেছেন নেটিজেনদের একাংশ। ক্ষুদার্ত কিংবা তৃস্নার্ত কোনো প্রাণীকে এই ভাবে কষ্ট দেওয়ার কোনো মানেই নেই, যা বলেছেন সকলে। ‘Shubham_bhawna_aroraa’ নামের এক জৈনক ব্যক্তি এই ভিডিওটি আপলোড করেছিলেন।

Back to top button