ঘরের ভেতর ছিল বিষধর কোবরা, বের করতে গিয়েই ঘটলো বিপত্তি! মুহূর্তেই ভাইরাল ভিডিও

মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন। আর সেই তালিকা থেকে বাদ নেই সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটি।
বলিউড থেকে টলিউড বিভিন্ন সেলেব্রিটির ভিডিও ভাইরাল হয় বিভিন্ন সময়। সেলেব্রিটিদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের দুর্দান্ত নাচ ও গানের মাধ্যমে মাঝে মাঝেই ভাইরাল হয়ে যান সোশ্যাল মিডিয়ায়। আবার ঝুমা বৌদির মতো একাধিক সেলিব্রিটিরা আছেন তারা তাদের বিভিন্ন হট ফটো শুটের মাধ্যমে কেড়ে নেন পুরুষের হৃদয়। তাদের হট ছবি যেন মুহূর্তেই ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়ার পাতায় জনপ্রিয়তা পাওয়া ভিডিওগুলির মধ্যে সাপের ভিডিও হল অন্যতম। সাপকে প্রত্যেকেই ভয় পায়! বিষধর সাপ দেখলেই তা থেকে শত হস্ত দূরে থাকে সাধারণ মানুষ। এমনই এক ভিডিও দেখে রীতিমত শিহরিত হয়েছে সাইবারবাসী। যেখানে দেখা গেছে, উড়িষ্যার নিজামপুর নামে একটি গ্রামে ঘরের ভেতর ঢুকে পড়েছে একটি বিষধর কোবরা সাপ। বস্তিতে একটি ঘরে বিভিন্ন জিনিসের মধ্য দিয়ে চলাফেরা করে বেড়াচ্ছে ওই কালো মোটা সাপটি। গ্রামবাসীরা এক দক্ষ সাপ উদ্ধারকারী কর্মীকে, ওই সাপটি উদ্ধারের কাজে নিয়ে আসে।
বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ওই সাপ উদ্ধারকারী কর্মীটি অনেক চেষ্টার পরে ঘরের ভিতর থেকে ওই বিষধর কিং কোবরাটিকে উদ্ধার করে। তখনও পর্যন্ত সাপটি ভয়ংকর রেগে গিয়ে ফনা তুলে, ছোবল মারতে যায়। তবে ওই ব্যক্তির কাছে বারংবার পরাজিত হয়েছে সে। এরপর ওই ব্যক্তিটি তাকে একটি কাপড়ের ব্যাগের মধ্যে ভরে নেয়। সাপ উদ্ধারকারী কর্মী ‘মির্জা মোহাম্মদ আরিফ’ নামে তার চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরে। এছাড়া নেটিজেনদের নানার মন্তব্যে ভরে ওঠে ভিডিওর কমেন্ট বক্স।