রাজ্য

CAA -এর হিংসায় ট্রেন ভাঙচুরের পর চালু হতে চলেছে ট্রেন পরিসেবা, জেনেনিন বিস্তারিত

মুরিদাবাদের লালগোলা পর্যন্ত ট্রেন পরিষেবা বন্ধ থাকার কারণে যাত্রীরা খুবই অস্বস্তিতে পরে গিয়েছিলো। এরপর প্রায় আড়াই মাস পরে ট্রেন পরিসেবা চালু হচ্ছে বলে জানিয়েছে, পূর্ব রেল দফতর। জানানো হয়েছে আজ থেকেই ট্রেন পরিষেবা চালু হয়ে যাবে।

CAA ও NRC নিয়ে ১১ ডিসেম্বরে এর বিরোধিতায় লালগোলা ও কৃষ্ণপুর স্টেশনে ভাঙচুর চালানো হয়।সেখানে একাধিক ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়। এছাড়াও এর প্রতিবাদে লালগোলা ও কৃষ্ণপুর স্টেশনেও আগুন লাগিয়ে দেওয়া হয়। যার কারণে সেখানে এতো দিন ধরে ট্রেন পেরিসেবা বন্ধ ছিল।অবশেষে সেখানে আড়াই মাস পরে ট্রেন পররিসেবা স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেন ও স্টেশনে আগুন লাগিয়ে দেওয়ার কারণেই সেখানে কয়েকশো কোটি টাকা ক্ষতি হয়েছে। সেখানে আবার সেগুলো সরিয়ে তুলতে কয়েক কোটি টাকা খরচ হয়েছে। এই ক্ষয় ক্ষপ্তির কারণেই এর প্রভাব পড়েছিল গোটা রাজ্যে।এই ট্রেন পরিষেবা একে একে স্বাভাবিক হয়ে গেলেও লালগোলায় এই পরিষেবা বন্ধ ছিল।সেখানেও আজ থেকে সেখানেও ট্রেন পরিষেবা চালু হচ্ছে। যার ফলে এখন স্বস্তিতে রয়েছে যাত্রীরা।

Back to top button