রাজ্য

তেজস্বী সূর্য বাংলায় এসে মাটিতে বসে খেলেন ভাত, ভাইরাল সেই ভিডিও

তেজস্বী সূর্য তাঁর দেওয়া কথা মতো গতকাল রাতেই রাজ্যে পা রেখেছেন। আর এটাই ওনার প্রথম বাংলা সফর। আজ বেকারত্ব, গণতন্ত্র বহু অভিযোগ নিয়ে নবান্নের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পাওয়ার পর তেজস্বী সূর্যের এই প্রথম কোনও বড় অভিযান।

উল্লেখ্য, বিজেপির নবান্ন অভিযানের বেশ কয়েক ঘন্টা আগেই রাজ্য সরকার নবান্নের বন্ধের ঘোষণা করেন। রুটিন স্যানিটাইজার নাম করে আজ বৃহস্পতিবার ও আগামীকাল দুদিন নবান্ন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আর বিজেপির অভিযানের আগেই এই বন্ধের কারণে রাজনৈতিক মহলে উঠছে নানান ধরণের প্রশ্ন। আর সেই প্রসঙ্গেই তেজস্বী সূর্য জানিয়েছেন, বিজেপির নবান্ন অভিজানের আগেই মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছেন, তাই নবান্নের বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি।

গতকাল, তেজস্বী সূর্যকে দেখার জন্য কলকাতা বিমানবন্দরে উপচে পরে ভক্তদের ভিড়। সেখানে ত্বেজস্বী সূর্যকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপি সাংসদ তথা বঙ্গ বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য নেতা কর্মীরা। এরপর বিমান বন্দর থেকে তিনি সরাসরি বিজেপি দফতরেই যান এবং সেখানেই রাতের খাবার খান। সেখানে সৌমিত্র খাঁ এবং অন্যান্য নেতাদের সঙ্গে তেজস্বী সূর্য বাঙালিদের মতো মাটিতে বসে বাবু হয়ে রাতের খাবার খান। আর তেজস্বীর রাতের খাবারের ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

Back to top button