রাজ্য

মাত্র ৫ টাকায় পাবেন দুপুরেরখাবার, বড় উদ্যোগ নিলো মমতা সরকার

করোনা পরিস্থিতিতে মানুষ হারিয়ে ফেলেছে কাজ। আর এই করোনা কালে সবথেকে বেশি বিপাকে পড়ে গেছেন গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা। দিনে তিন বেলা তো দূর একবেলা খবর জোগাড় করতেই অনেককে পোড়াতে হচ্ছে কাঠখড়। তাই এবার সেই সব অমানুষদের পাশে দাঁড়াতে উদ্যোগ নিলো ব্যারাকপুরের একটি স্পোর্টিং ক্লাব।

হাওড়ার পর এবার দুঃস্থ মানুষদের সহায়তায় পেটভরে খাওয়ার বিশেষ ব্যবস্থা করল ব্যারাকপুরের এক স্পোর্টিং ক্লাব। এই পরিষেবার নাম দেওয়া হয়েছে দিদির রান্নাঘর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এটি তৈরী করা হয়েছে। আগামী ১ মাস পর্যন্ত ৫ টাকায় মধ্যাহ্নভোজ দেওয়া হবে। আগামী ১ অক্টবর থেকে এই পরিষেবা চালু হতে চলেছে। চাহিদা বাড়লে সময়সীমা পড়ে বাড়ানো যেতে পারে। করোনার সময় সবার মুখে খাবার তুলে দেওয়াই মূল লাখ উদ্যোক্তাদের।

বিরোধীরা এই প্রসঙ্গে সমালোচনা করে জানিয়েছে যে সামনে ভোট তাই তৃণমূল সরকার এখন জনগণের কথা ভাবছেন। ভোট শেষ হলে এই সরকার আবার জনতার কথা ভুলে গিয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকবে।

Back to top button