রাজ্য

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২ দিন ব্যাপি কম্বল বিতরণ ও রক্তদান শিবিরের আয়োজন করলো তৃণমূল কংগ্রেস

আশিস সিংহ-র রিপোর্ট , নবদ্বীপ ।
ভারতবর্ষের স্বাধীনতার 75 তম বর্ষে এসে 73 তম সাধারণতন্ত্র দিবসে নবদ্বীপ পৌরসভা 18 নম্বর ওয়ার্ডের দিয়ারা পাড়া এলানিয়া শিব তলায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাড়ম্বরে পালিত হলো সাধারণতন্ত্র দিবস। এদিন সকালে জাতীয় পতাকা ও তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলনের পর শুরু হয় , প্রচন্ড শীতে যে সমস্ত অসহায় মানুষ জন কষ্ট পায়, তাদের হাতে তুলে দেওয়া হল বেশ কিছু কম্বল।

এছাড়াও পরের দিন সাতাশে জানুয়ারি অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির ।
সাধারণতন্ত্র দিবস পালন উপলক্ষে পরপর দু’দিন ব্যাপী জনকল্যাণমুখী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভার বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা ,নবদ্বীপ পৌরসভার পৌর প্রশাসক বিমান কৃষ্ণ সাহা, প্রাক্তন উপ পৌরপতি শচীন্দ্র বসাক সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ওয়ার্ডের
কোঅর্ডিনেটগন ও কর্মী বৃন্দ ছাড়াও এলাকার বহু বিশিষ্ট মানুষজন।

এই দুদিনের কর্মসূচী র বিষয়ে আঠারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নেতা আশিস চক্রবর্তী জানালেন আজকের দিনে এলনিয়া শিব তলায় দলীয় অফিস প্রতিষ্ঠিত হয়, সেই কারনে প্রতিবছর আমরা এইদিন টি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য ডয়ে পালন করে থাকি ,কিন্তু অতিমারি করোনা র বিধি নিষেধ থাকার জন্য এবছর কিছু অনুষ্ঠান কাটছাট করতে হয়েছে।

Back to top button