রাজ্য

হারানো জায়গা ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে সিপিআইএম, লাঞ্ছ হলো নতুন অ্যাপ

বর্তমান আধুনিক যুগে ইন্টারনেট খুবই গুরুত্বপূর্ণ। আর এই ইন্টানেট যুগে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতা-নেত্রীরাও সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে। তবে সিপিআইএম এই ডিজিটাল যুদ্ধে অনেকটাই পিছিয়ে রয়েছে। এবার আসন্ন বিধানসভা নির্বাচনকে টার্গেট করে নিজের ক্ষমতা বাড়াতে সিপিআইএমও এই ডিজিটাল যুদ্ধে নেমে পড়লো।

গতকাল আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএমের রাজ্য দফতর থেকে লাঞ্ছ করা হলো নতুন অ্যাপ, ‘লেফড স্কোয়াড’। নিজেদের এই নতুন অ্যাপতির সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিলেন পলিট ব্যুরো সদস্য ও রাজ্যে দলের ডিজিটাল শাখার আহ্বায়ক মোহাম্মদ সেলিম। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্যান্য দল প্রচুর পরিমানে অর্থ ব্যয় করে অন্যের সহায়তাযা বিভিন্ন রকম ডিজিটাল মাধ্যম করেছে। তবে আমাদের এই অ্যাপ দলের স্বেচ্ছাসেবক ও বিশেষজ্ঞরাই তৈরী করেছে’। লাঞ্চ করা এই নতুন অ্যাপের মাধ্যমে অর্থও ডোনেট করা যাবে। একটি মাত্র ক্লিকেই করা যাবে দলে অর্থ সাহায্য। মোহম্দ সেলিম এই অ্যাপ উদ্বোধন করে নিজেই ৫ লক্ষ টাকা পাঠিয়ে অন্যদেরও সেই পথ দেখিয়ে দিলেন।

মহম্মদ শেলীম দলের এই নতুন অ্যাপ উদ্বোধন করে তার দায়িত্ব কাঁধে নিয়ে জানান, ‘সাধারণ জনগণের অব্যক্ত যন্ত্রনা ও দুরাবস্থার কথা তুলে ধরা যাবে এই অ্যাপে। এই করোনা মহামারীর মধ্যেও আরও বেশি পরিমানে মানুষের কাছে চিকিৎসা, স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা এবং সুরগতদের সাহায্যের ক্ষেত্রে কার্যকরী হবে এই অ্যাপ। অর্থাৎ, এই অ্যাপের মাধ্যমে আলিমুদ্দিন স্ট্রিট থেকে বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছবে এবার সিপিএম’।

Back to top button