রাজ্য

পিতার ১০ বছরের উন্নয়নই হাতিয়ার ভাটপাড়ার ৩০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী অভিজিৎ দাসের

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- পিতার দশ বছরের উন্নয়নই একমাত্র হাতিয়ার ভাটপাড়ার ৩০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী অভিজিৎ দাস। অভিজিতের পিতা নির্মল দাস অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ওই ওয়ার্ডের টানা দশ বছর কাউন্সিলর ছিলেন। যদিও নির্মল দাস এলাকায় খোকন মাস্টার হিসেবেই পরিচিত। খোকন বাবু ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত ওই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।

সকাল বিকেল তিনি এলাকায় ঘুরে বাসিন্দাদের খোঁজ খবর নিতেন। অভিযোগ উঠেছে, বিগত ছয় বছর ওয়ার্ডের তেমন উন্নয়ন হয়নি। উচ্ছেগড়, মাঝিপাড়া, সাঁতরা পাড়া ও শতদল পল্লীর রাস্তাঘাট অত্যন্ত খারাপ। বেহাল নিকাশির কারনে অল্প বৃষ্টিতেই গোলদার পাড়া, মিত্র পাড়া, মিস্ত্রি পাড়া ও নয়নপল্লীতে জল দাঁড়িয়ে যায়। স্বভাবতই থমকে যাওয়া উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে চান তরুণ ব্রিগেডের কংগ্রেস প্রার্থী অভিজিৎ দাস।

কংগ্রেস প্রার্থীর দাবি, তার পিতার দশ বছরের উন্নয়নই মূল সম্পদ। সেই উন্নয়ন নিরিখে ওয়ার্ডের মানুষজন তাকে নিরাশ করবে না। ভোটে জিতে পিতার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করাই অভিজিতের একমাত্র লক্ষ্য।

Back to top button