রাজ্য

‘গণতন্ত্রের গ্যাস চেম্বার হয়ে যাচ্ছে বাংলা’,-মমতা সরকারকে তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনকর

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- গণতন্ত্রের গ্যাস চেম্বার হয়ে যাচ্ছে বাংলা। রবিবার সকালে ৭৪ তম প্রয়ান দিবসে ব্যারাকপুর গান্ধীঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে এসে মমতা সরকারকে এভাবেই আক্রমন করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

এদিন রাজ্যপাল বলেন, বাংলার পবিত্র মাটিতে রক্তরঞ্জিত হতে দেখতে পারবো না। সংবিধান রক্ষা করা তার কাজ। প্রথম সেবক হিসেবে তিনি বাংলার জনতার সেবা করে যাবেন। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করে রাজ্যপাল বলেন, ব্যক্তিগত ইগো ছেড়ে সময় বের করে তার সঙ্গে কথা বলুন।

রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত মহাত্মা গান্ধীর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড় ছাড়াও হাজির ছিলেন মুখ্য সচিব হরেকৃষ্ণ দিবেদী, উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসক সুমিত গুপ্তা, ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ বর্মা। তারা প্রত্যেকেই গান্ধীজির স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য নিবেদন করেন।

Back to top button