রাজ্য

করোনায় বেহাল অবস্থা, আর্থিক ত্রাণের দাবি পর্যটন শিল্পের

নতুন বছরে প্রথম সপ্তাহের শুরুতেই সারা দেশে হু হু করে বৃদ্ধি পাচ্ছিলো করোনা ( COVID 19 ) সংক্রমণের হার।এই মুহূর্তে দেশে যেভাবে ছড়াচ্ছিল করোনা সংক্রমণ তাতে বলা যেতেই পারে দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে। বিভিন্ন ক্ষেত্রে এই মহামারীতে যেমন প্রভাব ফেলেছে তেমনি অনেকটা বেশি প্রভাব ফেলেছে পর্যটন শিল্পের উপর ।

তাই মুহূর্তে সংক্রমণ রুখতে নানান ধরণের বিধি কার্যকরের প্রয়োজনীয়তা মনে হলেও, বর্তমানে এই পর্যন্তন সংস্থাগুলো যেন বেঁচে থাকে সেই ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী ( PM ) তথা মাননীয় নরেন্দ্র মোদির ( Narendra Modi ) কাছে এককালীন সাহায্যের আর্জি জানিয়েছে তারা।

এই বিষয় নিয়ে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব টুর অপারেটর্সের ( IATO ) আবদেন করে জানান, বিদেশ থেকে আগত পর্যটকদের শর্ত সাপেক্ষে ভারত ভ্রমণের নিয়মে কিছুটা সাশ্রয় করা হোক। তাছাড়াও ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (টাব) বার্তা, সংক্রমণ রোখার পদক্ষেপ করেও বিকল্প ব্যবস্থায় ব্যবসার কিছুটা অন্তত চালু থাক। না-হলে আরও অনেকে রুজি হারাবে।

Back to top button