রাজ্য

BigNews! বেড়ে গেলো চালের দাম, কিনতে গিয়ে মাথায় হাত মধ্যবিত্তের

করোনা মহামারী নিয়ে একে উদ্বিগ্ন গোটা দেশ ! ফের ঈশান কোন জমেছে কাজ হারানোর আশংকা। কোরোনার বার বাড়ন্তে বাড়ছে ফের সম্পূর্ণ লকডাউনের সমস্যা। আর এবার পাল্লা দিয়ে বাজারে বেড়ে গেলো চালের দাম।

এবার চালের দামে যেন আগুনের ছ্যাকা। মিনিকেট থেকে বাসমতি চালের দাম গত একমাসে বেড়েছে অনেকটাই। কিনতে গিয়ে মাথায় হাত পড়েছে ক্রেতাদের। পরিস্থিতি এমন যে আগামী দু থেকে তিন মাসের মধ্যে যে দাম কমতে পারে সেরকম কোনও ভরসা দিতে পারছেনা বিক্রেতারাও।

মূলত ভিনরাজ্যে ও বাংলাদেশে চাল রপ্তানি ও বাজারে মিনিকেট চালের চাহিদা বেড়ে যাবার কারণেই এই মূল্যবৃদ্ধি বলে মনে করা হচ্ছে।বাজারে বর্তমানে মিনিকের চালের দাম প্রতিকেজি ৪৫ টাকা। বাঁশকাঠি প্রতীকরজি ৫০ টাকা। দুধের স্বর প্রতিকেজি ৫২ টাকা। বাসমতি প্রতিকেজি ৭৫ টাকা ও গোবিন্দ ভোগ প্রতিকেজি ১০০ টাকা।

সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে নন ব্র্যান্ডেড চালের দাম। আর সেই চাল কিনতে গিয়েই মধ্যবিত্ত বাঙালির পকেটে পড়েছে টান। এখন দেখার আবার কবে চালের দাম ফের আগের দামে ফিরে আসে নাকি আরও বাড়বে দাম।

Back to top button