রাজ্য

BigNews: জেলায় জেলায় চাকরি, প্রচুর কর্মসংস্থানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা

আজ পুরভোটে ব্যাপক জয়ের পর বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি আজ যাচ্ছেন উত্তরবঙ্গ সফরে। তিনি আজ রওনা দেওয়ার আগে জানান ‘আজ জয়ের খবর নিয়ে যাচ্ছি । আমাদের লক্ষ জেলায় জেলায় শিল্প হবে। প্রচুর কর্মসংস্থান হবে। এবারের ভোট শান্তিপূর্ণ ভাবে হয়েছে বলে দাবি করেছেন তৃণমূলনেত্রী। সেই সাথে কোনোরকম প্ররোচনায় পা না দেওয়ারই নির্দেশ দিয়েছেন তার দলীয় কর্মী সমর্থকদের।

প্রসঙ্গত, বিধাননগর, আসনসোল, চন্দননগর ও শিলিগুড়ি; চার পুরসভা ভোটে তৃণমূল কংগ্রেসের ধারেকাছে নেই বিরোধীরা। বহু এগিয়ে রাজ্যের ক্ষমতাসীন দল। এই প্রথম শিলিগুড়ি পুরসভা দখলের পথে তৃণমূল।

চার পুরনিগমের বিপুল জয়ের পর প্রতিক্রিয়ায় তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘আরো নম্র ও মানবিক হয়ে মানুষের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে।

এই জয় মানুষের জয়। শান্তিপূর্ণভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাতে এই ফল হয়েছে। আমরা খুশি। ‘

চার পুরনিগমের ফলের পর একযোগে কংগ্রেস, সিপিএম ও বিজেপি-কে সমালোচনার তীরে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা। বললেন, শিলিগুড়িসহ উত্তরবঙ্গে বিধানসভা ভোটে জয় পেয়েও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের জন্য কিছুই করেনি বিজেপি। মানুষ পুরভোটে তারই জবাব দিয়েছেন আরো বেশি করে তৃণমূল প্রার্থীদের জিতিয়ে। ‘

Back to top button