রাজ্য

BigNews: অভিভাবকদের রয়েছে ঘোরতর আপত্তি, ফের বন্ধ হচ্ছে SCHOOL?

মুখ্যমন্ত্রী মমতা ও পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা দফতরের নির্দেশে শুরু হয়েছে পারে শিক্ষালয়। নির্দেশমত খোলা জায়গাতে ক্লাস করছে পড়ুয়ারা। কিন্তু এই খোলা জায়গায় ক্লাস নিয়ে আপত্তি করেছেন অনেক অভিভাবক। তাদের মধ্যে অনেকেই জানিয়েছেন মাঠের মধ্যে রোদ্দুরে বসে রয়েছে তাদের ছেলে -মেয়ে।

এতো ছাত্র -ছাত্রীর মাঝখানে কোথাও যদি ছুতে চলে যায়লক্ষ রাখবে কে ? নেই কাছাকাছি কোনো শৌচালয়ের ব্যবস্থা। পানীয় জলই বা পাওয়া যাবে কোথায় ? অভিভাবকদের এই সমস্ত প্রশ্ন শুনে স্থানীয় ভাবে একাধিক জায়গাতেই প্রশাসন চিন্তা করছে কিভাবে আপাতত কিছুদিন ক্লাস বন্ধ রেখে যথোপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা যায়।

প্রসঙ্গত, করোনা আতঙ্কে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল প্রাথমিক বিদ্যালয় গুলো। দীর্ঘ দু বছর পর খুললো স্কুল। শিশুরা উপস্থিত হচ্ছেন ফের যোগ দিচ্ছেন ক্লাসে। কিন্তু অভিভাবকদের চিন্তা বাড়িয়ে তুলছে তাদের সন্তানের অন্যান্য নিরাপত্তা নিয়ে। এখন দেখার প্রশাসন কি উদ্যাগ নেয় শিশুদের নিরাপত্তার জন্য।

Back to top button