রাজ্য

সাবধান! ফের ভুয়ো কল সেন্টার বাংলায়, গ্রেফতার ২ মহিলা সহ ১১ জন

দেশ যত ডিজিটালের পথে এগোচ্ছে ততই যেন নতুন নতুন ডিজিটাল ফাঁদ তৈরী হচ্ছে। বিভিন্ন জায়গায় অনামী কল সেন্টার খুলে মানুষকে করা হচ্ছে প্রতারণা। মিথ্যে প্রলোভন বা ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা। রাতারাতি সর্বশান্ত হচ্ছে প্রতারণার শিকার মানুষরা।

ফের কলকাতায় হদিস পাওয়া গেলো ভুয়ো কল সেন্টারের। সেই কল সেন্টারের মাধ্যমে সাধারণ মানুষদের মোবাইল টাওয়ার বসানোর টোপ দিয়ে সাধারণ মানুষদের করা হতো প্রতারণা। সিআইডির হাতে গ্রেফতার হয়েছেন ২ মহিলা সহ ১১ জন।

শুক্রবার রাতে কলকাতার ফুল বাগান সংলগ্ন ওই কল সেন্টারে হানা দেন গোয়েদা দফতরের কর্মীরা। তাদের বিরুধ্যে অভিযোগ বাড়ির ছাদে বা কোনো খালি জায়গায় মোবাইল টাওয়ার বসানোর নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়। এই প্রতারণা চক্রের সাথে আর কারা জড়িত তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

Back to top button