রাজ্য

বাংলায় খুলছে SCHOOL-COLLEGE , সকলকে মানতেই হবে ৫ টি বিধিনিষেধ

আজ বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ক্লাসে ফিরছে। এর আগে বুধবার রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তের বহু স্কুলে চোখে পড়েছে তৎপরতা। অনেক স্কুল শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে বসানোর জন্য নানা সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের স্কুলে আসার বার্তা দিয়েছে কিছু স্কুল।

কোচবিহার থেকে মালদহ, শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে দুই দিনাজপুর—উত্তরবঙ্গের জেলাগুলির স্কুলগুলিতে ক্লাসের প্রস্তুতি গ্রহণ করেছে। এরই মধ্যে শ্রেণি কক্ষ, বেঞ্চ, চেয়ার-টেবিল জীবাণুমুক্ত করার কাজ শেষ করা হয়েছে। একই ছবি দুই ২৪ পরগনা, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, হাওড়া, মুর্শিদাবাদসহ রাজ্যের বহু স্কুলে। বীরভূমে স্কুল পরিষ্কারের কাজ সরেজমিনে দেখেছেন জেলা শিক্ষা ও প্রশাসনের কর্মকর্তারা।

১ .স্কুলে মেনে চলতে হবে কবিড বিধি। মাস্ক পড়া ও সামাজিক দুরুত্ব বিধি মেনে চলা বাধ্যতামূলক।
২.আপাতত স্কুলে বন্ধ থাকবে খেলাধুলা ও সাংকৃতিক অনুষ্ঠান। শিক্ষকদের উপস্থিতিতেই ক্লাসে প্রার্থনা করতে হবে।
৩. হোস্টেল পটুয়াদের মাঝে আপৎকালীন পার্টিশন থাকবে। সেই সাথে থাকবে আইসোলেশন রুম
৪.পড়ুয়ারা আংটি , বলা হার সাহা কোনোরকম গয়না পড়তে পারবেন না।
৫. সমস্ত পড়ুয়াদের নিজের নিজের জলের বোতল ও টিফিন আনতে হবে।

Back to top button