রাজ্য

ব্যারাকপুর ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী নিয়ে শাসকদলে কাজিয়া চরমে

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই উত্তর ২৪ পরগনা জেলার অধিকাংশ পৌরসভাগুলোতে চলছে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। এবার প্রার্থী নিয়ে গন্ডগোল বাধল বারাকপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে। প্রথম প্রার্থী তালিকায় নাম রয়েছে বিদায়ী কাউন্সিলর সন্দীপা বিশ্বাস দাসের। যিনি বিদায়ী পুরপ্রধান উত্তম দাসের বউমা। তালিকা সংশোধিত হয়ে নাম আসে ব্যারাকপুর কোর্টের আইনজীবী সুতপা দত্তের। তালিকায় নাম থাকায় তৃণমূল প্রার্থী সুতপা দত্তের সমর্থনে তিন নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন শুরু করে দেয় তৃণমূল কর্মীরা।

এদিকে প্রথম তালিকায় নাম থাকায় বিদায়ী কাউন্সিলর সন্দীপা বিশ্বাস দাস তিনিও দেওয়াল লিখন শুরু করেন। এর ফলে প্রকৃত প্রার্থী নিয়ে ধোঁয়াশায় নিচুতলার কর্মীরা। যদিও সুতপা দত্তের দাবি, তিনিই ওই ওয়ার্ডের আসল প্রার্থী। সুতপার অভিযোগ, মঙ্গলবার সকালে বহিরাগত দুষ্কৃতীরা এসে তার সমর্থনে লেখা দেওয়াল মুছে দিয়েছে। সুতপা বলেন, বিষয়টি প্রশাসন ও দলকে জানানো হয়েছে।

অপরদিকে বারাকপুর পৌরসভা বিদায়ী পুরপ্রধান উত্তম দাস বলেন, সন্দীপা বিশ্বাস দাস ওই ওয়ার্ডের আসল প্রার্থী। সোমবার রাতে দল থেকে সন্দীপার নামই কনফার্ম করা হয়েছে। ঘটনা যাইহোক, প্রার্থী নিয়ে ব্যারাকপুর ৩ নম্বর ওয়ার্ডে দড়ি টানাটানি অব্যাহত রয়েছে।

Back to top button