রাজ্য

দুঃসংবাদ! বেড়ে গেলো সবজির দাম, কিনতে গিয়ে মাথায় হাত মধ্যবিত্তের

করোনা মহামারী নিয়ে একে উদ্বিগ্ন গোটা দেশ ! ফের ঈশান কোন জমেছে কাজ হারানোর আশংকা। কোরোনার বার বাড়ন্তে বাড়ছে ফের সম্পূর্ণ লকডাউনের সমস্যা। আর এবার পাল্লা দিয়ে বাজারে বেড়ে গেলো সবজির দাম।

একদিকে করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত অপরদিকে বাজারে লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি। আজ বাজারে পটোলের দাম স্পর্শ করলো প্রতিকেজি ১০০ টাকা। সেই সাথে দ্বিগুন হয়ে গেছে ওলকপির দাম।

ওলকপি ৩০ টাকা থেকে বাড়তে বাড়তে এখন বিক্রি হচ্চ্ছে ৬০ টাকা প্রতিকেজি দরে। পেঁয়াজ কলি ৫০ টাকা। টমেটো ৫০ থেকে ৬০টাকা। কুমড়ো ৩০ টাকা কেজি। পালং শাখ বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা আঁটি।

মূলত, রাজ্যে এবারের প্রাকৃতিক দুর্যোগের কারণে কম উৎপাদন ও লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি ও বাজারে যোগানের তুলনায় চাহিদা কম থাকায় প্রতিদিনিই বাড়ছে সবজির দাম। বাড়তে বাড়তে তা যেন ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে মধ্যবিত্তের।

Back to top button