রাজ্য

ফের আবাসনের সম্পাদককে তলব করল ED , নতুন কোন তথ্য প্রকাশ্যে?

অর্পিতা মুখার্জির ৱেল ঘড়িয়ার আবাসন থেকে উদ্ধার করা হয়েছে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। আর এই ঘটনার পরেই ওই আবাসনের সম্পাদককে ইডি অধিকারিকরা শুরু করে জিজ্ঞসাবাদ। আর এবার সেই সম্পাদককেই ফের জিজ্ঞাসাবাদ করবে ইডি আধিকারিকেরা।

ইতিমধ্যে তাকে ডেকে পাঠানো হয়েছে সিজিও কমপ্লেক্সে। সূত্রে পাওয়া খবর থেকে জানা গেছে বাইরে থেকে কারা কারা নিয়মিত ওই ফ্ল্যাটে আসতেন সেই তথ্য জানতেই সম্পাদককে দেড় জিজ্ঞসাবাদ করবেন তদন্তকারীরা বলে জানা গেছে।

প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখার্জিকে টানা জেরা করছে ইডি। গত শনিবার দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন দু’জনেই। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর টানা জেরার মুখে পার্থ এবং অর্পিতা। মাঝে মাঝেই কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা মুখার্জি। চোখে জল চলে আসে সদ্য প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও। বারবার ছেড়ে দেওয়ার কাতর আর্জি জানালেন দুজনেই।

জেরার মুখে পড়ে দুজনেই দাবি করছেন তাঁরা নির্দোষ এবং ষড়যন্ত্রের শিকার। দুজনেরই খাবারের ক্ষেত্রে তীব্র অনীহা দেখা গিয়েছে। একই সঙ্গে দুজনেরই রাতে ঘুম প্রায় হয়নি বললেই চলে। কোন ধরণের ষড়যন্ত্রের কথা বলেছেন পার্থ চট্টোপাধ্যায় সেটা জানার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি।

এর আগে শারীরিক পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পার্থ এবং অর্পিতাকে। সেখানে গিয়েই ‘আমি ষড়যন্ত্রের শিকার’ বলে বিস্ফোরক মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। একথা তিনি কেন বললেন সেটা জানতে টানা জেরা চালিয়ে যাচ্ছে ইডি।

Back to top button