দেশ

OMG! ভারতের ২৮ টি রাজ্যের ২৭ টিতেই মিলেছে Omicron, দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা

২০২১ সালের ২৪ নভেম্বর বিশ্ববাসীকে প্রথম করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সম্পর্কে তথ্য দেয় দক্ষিণ আফ্রিকা। তার ৮ দিনের মাথায়, ২ ডিসেম্বর ভারতে প্রথম এই ভাইরাসটিতে আক্রান্ত রোগী শনাক্ত হয়।

তারপর অকল্পনীয় দ্রুতগতিতে দেশজুড়ে ছড়িয়ে পড়তে থাকে এই ভাইরাসটি। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ২৮ টি রাজ্য ও ৯ কেন্দ্রশাসিত অঞ্চলের ২৭ টিতেই মিলেছে ওমিক্রনে আক্রান্ত রোগী।

সবচেয়ে বেশি সংখ্যক ওমিক্রন রোগীর সন্ধান পাওয়া গেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে-৮৭৬ জন। তারপরেই এ তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে রাজধানী নয়াদিল্লি-৫১৩ জন।

এছাড়া, ভারতে শুক্রবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮৫ জন। একক রাজ্য হিসেবে সবচেয়ে বেশি মৃত্যু এই দিন ঘটেছে কেরালায়- ১৮৯ জন। এছাড়া এই দিন করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮ হাজার ২৫১ জন।

ভারতের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৩০ জানুয়ারি, কেরালায়। তার পর থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৫৩ লাখ ৬৭ হাজার ৬৬০ জন এবং এ রোগে সেখানে ‍মৃত্যু হয়েছে মোট ১ লাখ ৪১ হাজার ৩৭৪ জনের।

Back to top button