দেশ

সাবধান! ১ দিনে ১ লাখ ৮০ হাজার আক্রান্ত, সাড়ে ৭ মাস পর করোনার নতুন রেকর্ড ভারতের

ভারতে ঝড়ের গতিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৮০ হাজার ৪৩৮ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৬ জন।গত বছরের ২৭ মের পর সর্বোচ্চ শনাক্ত। সেদিন সংক্রমিত হয়েছিল ১ লাখ ৭৯ হাজার ৭৭০ জন। অর্থাৎ সাড়ে ৭ মাস পর ভারতে দৈনিক সংক্রমণে রেকর্ড হলো।

সোমবার (১০ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫৭ লাখ ৮ হাজার ৪৪২ জন। এ পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ৯৩৬ জন।

মৃত্যু সংখ্যায় যুক্তরাষ্ট্র (৮ লাখ ৫৯ হাজার) ও ব্রাজিলের (৬ লাখ ২০ হাজার) পরই ভারতের অবস্থান। সোমবার দুপুরে রাজ্যগুলির সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক করার কথা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের। কেন্দ্রের পক্ষ থেকে ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের। ফলে ওই বৈঠকে নতুন কোনও সিদ্ধান্ত হয় কি-না সবার নজর থাকবে সেদিকে।

সংক্রমণের পাশাপাশি ভারতে সক্রিয় রোগীর সংখ্যাও বেড়েছে। দেশের মধ্যে মহারাষ্ট্রে দৈনিক কোভিড সংক্রমিতের সংখ্যা সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় সেখানে ১২ জনের মৃত্যুসহ নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৪ হাজার ৩৮৮ জন। এছাড়া মহারাষ্ট্রে সক্রিয় রোগীর সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে। তারপরেই রয়েছে দিল্লি। রাজধানীতে ২২ হাজার ৭৫১ জন সংক্রমিত হয়েছেন। যা গত বছরের মে মাসের পর দৈনিক সংক্রমণের হিসাবে সর্বোচ্চ।

Back to top button