দেশ

BigNews: আর করতে হবেনা Corona Test, নতুন নির্দেশ দিলো ICMR

এবার থেকে আন্তঃরাজ্য যাতায়াত করার জন্য করোনা পরীক্ষা করার পত্যজন নেই। আজ এমনি এক অযাডভাইজারি দিলো আইসিএমআর। তবে রেল , ঘরোয়া উড়ান ও সড়কপথে এই নির্দেশিকা কার্যকর করা হবে কিনা সেই সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন ICMR নির্দেশিকার মাধ্যমে সব ধরণের আন্তঃরাজ্য পরিবহনের ক্ষেত্রেই ই নির্দেশিকা জারি করেছে। তবে আন্তর্জাতিক যাতায়াতের ক্ষেত্রে বাধ্যতামূলক ভাবে করোনা পরীক্ষা করতে হবে যাত্রীকে বলে নির্দেশ দিয়েছে আইসিএমআর।

প্রসঙ্গত,সারা দেশে বাড়ছে করোনার সংক্রমণ।বড় দিন ও নতুন বছরের লাগাম ছাড়া আনন্দের পর কলকতায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা যাচ্ছে একাধিক ব্যক্তিদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার ইতিমধ্যে জারি করেছে বিধিনিষেধ।

তবে বিধিনিষেধ জারি হলেও রাস্তায় দেখা যাচ্ছে মানুষ এখনো মাস্ক ছাড়াই বেড়িয়ে পড়ছেন বাইরে। একসাথে জটলা বেঁধে চলছে খোশ গল্প। বাজার হাটে দেখা যাচ্ছে প্রচন্ড ভীড়। যা করোনার ভীতিকে আরও বাড়িয়ে তুলতে সংক্রিয় ভূমিকা পালন করছে।

Back to top button