খেলা

T-20 ক্রিকিটের নিয়মে বদল আনছে আইসিসি, নিচ্ছে নতুন পদক্ষেপ

ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি টি টো ক্রিকেটের ক্ষেত্রে নিয়ে আসছে বড় বদল। এবার থেকে স্লো ওভার রেটের জন্য বোলিং দলকে ইনিংসের বাকি সময় বঁ৩০ গজের বাইরে একজন কম ফিল্ডারকে নিয়ে খেলতে হবে। চলতি মাস থেকেই আইসিসির এই নতুন নিয়ম লাগা হবে বলে জানাগেছে।

একই সাথে আইপিলের মতোই ইনিংসের ফাঁকে জলপান করার জন্য বিরতি নিতে পারবে দলগুলি। এই দুটি নিয়ম মেনে প্রথম ম্যাচ হবে আগামী ১৬ জানুয়ারী আয়ারল্যান্ড ও ওয়েস্টইন্ডিজের মধ্যে।

প্রসঙ্গত, আইসিসি ক্রিকেটের উন্নতিতে এর আগেও নিয়ে এসেছিলো একাধিক নিয়ম। সেই নিয়মের কিছু জিনিস বিতর্ক সৃষ্টি করলেও বেশিরভাগ নিয়মি সাহায্য করেছে ক্রিকেটের উন্নতিতে। এবার দেখার বিষয় নতুন এই নিয়ম ক্রিকেট মাঠে কতটা প্রভাব বিস্তার করে। তবে সময় মতো খেলা শেষ করার জন্য সত্যি এটি একটি কার্যকরী নিয়ম হতে চলেছে।

Back to top button