খেলা

পাঁচ জনকে বোকা বানিয়ে বিখ্যাত সেই গোলটি করেন মারাদোনা, দেখেনিন সেই চড়মমুহূর্তের ভিডিও

ফুবল প্রেমীদের কাঁদিয়ে প্রয়াত হয়ে গেলেন ফুটবলের অন্যতম জনপ্রিয় তারকা দিয়েগো মারাদোনা। মাত্র ৬০ বছর বয়সেই তিনি ইহলোক ত্যাগ করে চলে গেলেন পরলোকে। রেখে গেলেন তার বেশকিছু স্মৃতি ও রেকর্ড। আর সেরকমই একটি রেকর্ড করা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

প্রায় ৬০ মিটার দূর থেকে বল নিয়ে প্রতিপক্ষ দলের পাঁচ জনকে বোকা বানিয়ে একটি গোল দিয়েছিলেন দিয়ে মারাদোনা। আর সেই গোল টি ফিফা ডট কমের হিসেবে শতাব্দীর সেরা গোল হিসেবে নির্বাচিত করেছেন ফুটবলপ্রেমীরা।

১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুধ্যে ওই ম্যাচেই মারাদোনা করেছিলেন বিতর্কিত একটি গোল। যে গোল কে মারাদোনা পরে নিজেই ‘হ্যান্ড অব গড’ বলে আখ্যায়িত করেছেন। আর ফুটবলের সেই কিংবদন্তি এখন পরলোকে। তিনি হৃদ রোগে আক্রান্ত হয়ে বুধবার নিজের বাড়িতেই প্রয়াত হয়েছেন। মৃত্যুর আগে বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।

মারাদোনার মৃত্যুতে আর্জেন্টিনার ফুটবল এসোসিয়েশন গভীর শোক প্রকাশ করেছে। টুইট করে মারাদোনার উদ্যেশে দীর্ঘ এক হৃদয় বিদারক বার্তা দিয়ে শেষে মারাদোনার উদ্যেশে লেখা হয়েছে ‘আপনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন।’
তার স্মৃতিকে স্মরণ রেখেই আপনাদের জন্য রইলো সেই দুর্দান্ত গোলের ভিডিও টি –

Back to top button