খেলা

IPL: ধোনিকেও টপকে গেলেন চাহার, বুমরাহ কে টপকে গেলেন ঈশান, পেলেন বেশি দর

আইপিএল নিলামে চেন্নাই সুপারকিংস দীপক চাহালকে কিনেছে ১৪ কোটি টাকায়। আর এই নিলাম অংকে চাহার টপকে গেছেন দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও। ভারতীয় ফাস্ট বলার পেলেন তার সেরা দাম। চলতি মরসুমের জন্য এম এস ধোনিকে দেওয়া হচ্ছে ১২ কোটি টাকা।

অপরদিকে মুম্বাই ইন্ডিয়ানসের জাসপ্রিত বুমরার(১২কোটি ) থেকেও বেশি দাম পাবেন ঈশান কিষান। তিনি ১৫.২৫ কোটি টাকা পেয়ে প্রায় রোহিত শর্মাকে (১৬ কোটি) ধরে ফেলেছেন।

এবারের নিলামে যেসব খেলোয়াড়দের চমকে দেওয়া দামে কিনলেন বিভিন্ন ফ্রাঞ্চাইজি দেখে নিন তাদের তালিকা –

শিখর ধাওয়ান -৮.২৫ কোটি টাকায় (পাঞ্জাব )
রবি অশ্বিন -০৫ কোটি টাকায় (রাজস্থান )
প্যাট কামিন্স -৭.২৫ কোটি টাকায় (কেকেআর)
কাগিসো রাবাডা-৯.২৫ কোটি টাকায় (পাঞ্জাব)
ট্রেন্ট বোল্ট -৮ কোটি টাকায় (রাজস্থানে)
শ্রেয়স আইয়ার-১২.২৫ কোটি টাকায় (কেকেআর )
মোহাম্মদ শামি-৬.২৫ কোটিতে (গুজরাট )
ফ্যাফ ডুপ্লেসি -৭ কোটি টাকার (আরসিবি )
কুইন্টন ডি কক -৬.৭৫ কোটিতে (লখনৌ)

প্রসঙ্গত, ক্রিকেটের আধুনিক ভার্সন হলো আইপিএল। শুরুর থেকেই জনপ্রিয় এই ক্রিকেট ইভেন্ট। প্রতি বছর নিয়ম করে সিরিজের আগে খেলোয়াড়দের নিয়ে ডাকা হয় নিলাম। আর সেই নিলামে খেলোয়াড়রা তাদের বিগত পারফরম্যান্স এর হিসেবে নিকেশ ও ভবিষৎ সম্ভাবনার উপির পান সর্বচ্চ দাম। আর সেই খেলোয়াড় ওই মরসুমে শুধু মাত্র নির্দিষ্ট মালিকানাধীন দলের হয়েই খেলার জন্য চুক্তি বদ্ধ হয়ে থাকেন। চুক্তি শেষ হলে বা মালকিন সংস্থা চুক্তি ভঙ্গ করলে সেই প্লেয়ার আবার নিলামে অংশ গ্রহণ করতে পারেন।

Back to top button